সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষের মৃত্যু

Admin user

Updated 24-Jan-16 /   |   Admin   Read : 114
ট্রেন দূর্ঘটনা -কালিহাতীতে

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক তরুণী ও পুরুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পৌলী রেলসেতুর কাছে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক তরুণী (২৫)। অপরদিকে আজ সকালে সল্লায় আহত অজ্ঞাত পুরুষ (৪০) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান।

নিহত তরুণী টাঙ্গাইল সদর উপজেলার গালা এলাকার নুরুন্নবীর মেয়ে চায়না আক্তার। অপরদিকে সকালে সল্লায় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় আশঙ্কাজনকভাবে আহত হয় অজ্ঞাত পুরুষ (৪০)। দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত তরুণীর পরিচয় সনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

নিহত অজ্ঞাত পুরুষের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তরুণীর মরদেহ হস্তান্তর করা হবে। নিহত পুরুষের পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।