নিজস্ব প্রতিবেদক//
আজ দুপুরে (২১জানুয়ারি) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ভাবির মোড় ও চেরুমূল্যের মাঝখানে নতুন ব্রিজ হচ্ছে। সেই ব্রিজের কাটিংএ ট্রাক অটো রিক্সার উপর পড়ে যায়। স্পটেই একজন পুরুষ, একজন মহিলা ও শিশুসহ তিনজন নিহত।
ইজিবাইকের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় হাসপাতলে ভর্তি আছেন । ট্রাকের হেলপার ও ড্রাইভার পলাতক রয়ছে।