সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


দীর্ঘ আড়াই মাস পর জামিন পেলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক

Admin user

Updated 24-Jan-28 /   |   Admin   Read : 105
টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের জামিন

নিজস্ব প্রতিবেদক//

বিএনপি নেতা ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল আজ রবিবার (২৮জানুয়ারি) জামিনে করামুক্ত হন। এ  সময় র্তাকে ফুলেল সংবর্ধনা দিতে টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংঘটনের অসংখ্য নেতা কর্মীদের ঢল নামে।

জানা যায় রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত গায়েবীসহ বিভিন্ন বানোয়াট মামলায় দীর্ধ সময় ধরে এ নেতা কারাবন্দী ছিলেন। বার বার জামিন চাওয়ার পরেও জামিন না মেলায় তাঁকে কারাবন্দী থাকতে হয়।

জামিনে মুক্ত হওয়ার পর তিনি তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, অবৈধ, জালিম, ফ্যাসিস্ট সরকার তাঁকে বিভিন্ন মামলায় আটক রাখে। যুলুম নির্যাতন, জেল, গুম, খুন করে জনগনের কন্ঠ রোধ করা যায় না। সরকার তাঁর একদলীয় শাসন ও ক্ষমতার লোভে হিংস্র দানবে পরিনত হয়েছে।

তিনি আরও বলেন, ৭ তারিখের পাতানো নির্বাচন বাতিল ও অবৈধ এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অবিলম্বে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।