সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের তালিকা প্রকাশ, তথ্য সংশোধনের নির্দেশনা

মো. ইব্রাহিম

Updated 24-Oct-06 /   |   সম্পাদকীয়   Read : 105
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিবর্গের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যেখানে সংশ্লিষ্ট সকলের জন্য তথ্য যাচাই এবং সংশোধনের সুযোগ দেয়া হয়েছে।

তথ্য যাচাই ও সংশোধনের প্রক্রিয়া:

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি নামের ক্রমানুসারে সাজানো হয়েছে। নিহত ব্যক্তির নাম খুঁজে পেতে Advanced Search অপশন ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম খুঁজে পাওয়ার পর, সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে Signup করতে হবে।

রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কাগজে যেসব তথ্য পূরণ করা হয়নি, সেগুলো পূরণ করতে হবে। এরপর যেই প্রতিষ্ঠান থেকে সেবা নেয়া হয়েছিল, সেখানে আউটডোরে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করতে সহায়তা করবে। তথ্য সংশোধনের পর, তা ওয়েবসাইটে প্রবেশ করে যাচাই করা যাবে।

 

তালিকায় নাম না থাকলে করণীয়:

যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা প্রতিনিধি সংশ্লিষ্ট সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা নিহত ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দেবেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে সকলকে যথাযথভাবে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন https://medical-info.dghs.gov.bd/?sfnsn=wa