টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ।
টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা পশ্চিম আমীর আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ, জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, সদর পশ্চিম সেক্রেটারি ইদ্রিস আলী আকন্দ, সদর পূর্ব সেক্রেটারি মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে মাওলানা লুৎফর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু হয়।পরে দারসুল কুরআন পেশ করেন সদর উপজেলা পূর্ব আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সাথে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসক তৈরি না হয়।