সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান।
জাফর আহমেদ দীর্ঘদিন যাবৎ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং তার অপকর্মের সক্রিয় সহযোগী ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
র্যাবের সূত্র মতে, জাফরের গ্রেপ্তার মাদক বিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।