চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় নগরের জিইসি ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি আট দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
দুপুর পৌনে ১২টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা উপাচার্য অনুপম সেন, সহ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’-এর ব্যানারে এ কর্মসূচি হয়।
সমাবেশ চলাকালে আইন বিভাগের শিক্ষার্থী ফজল আল মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ক্যাম্পাসে শাটডাউন (অবরোধ) কর্মসূচি পালিত হচ্ছে। উপাচার্যসহ অন্যরা পদত্যাগ না করলে আগামী শনিবার কঠোর কর্মসূচি পালিত হবে।
একই বিভাগের বায়াত উল্লাহ নামের আরেক শিক্ষার্থী বলেন, উপাচার্য আওয়ামী লীগের উপদেষ্টা। সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তাঁরা জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন। স্বৈরাচারের দোসর হওয়ার কারণে পদত্যাগ দাবি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
তকাল বুধবারও একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। সমাবেশ শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিন শিক্ষকের পদত্যাগের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনেরও দাবি জানান। দাবি পূরণ না হওয়ায় বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড় ক্যাম্পাসের ফটকে তালা দেওয়া হয়।
জানতে চাইলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সমাবেশের বিষয়ে তাঁরা অবগত হয়েছেন। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।