সোমবার   ডিসেম্বর ৩০ ২০২৪   ১৫  পৌষ  ১৪৩১


বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সোনাগাজীর আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

Shariful Islam

Updated 24-Dec-28 /   |   সোনাগাজি (ফেনী) প্রতিনিধি   Read : 17

ফেনীর সোনাগাজীতে নুর উদ্দিন বাবুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। পুলিশের দাবী শুক্রবার রাতে চরছান্দিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি দুই নম্বর ওয়াডের্র ইউপি সদস্য ও আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পুলিশ জানায়, ৫ আগষ্টের পর নুর উদ্দিন বাবুল পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

 

তবে পুলিশের দাবী অস্বীকার করে বাবুলের পরিবার ও স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, রাতে উত্তর চরছান্দিয়া গ্রামের ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার সময় ফোন দিয়ে জরুরী কাজের কথা বলে পুলিশ তাকে দেখা করতে অনুরোধ করেন। পরে ওয়াজ মাহফিল থেকে বেরিয়ে রাস্তায় গেলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোন মামলা নেই এবং ৫ আগস্টের পর সে নিয়মিত এলকায় অবস্থান করে ইউনিয়ন পরিষদের কাজ করতেন। তাদের দাবী হয়রানী করার জন্য তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। 

 

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।