ফেনীর সোনাগাজীতে সিএনজি চুরির অভিযোগে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। রবিবার সকালে মডেল থানার উপ-পরিদর্শক মহিম উদ্দিনের নেতৃত্ব পুলিশের একটি দল তাকে নোয়াখানী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার থানার বসুরহাট সংলগ্ন চর পার্বতী গ্রাম থেকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের গ্রামের নুরুল আমিনের ছেলে।
গ্রেপ্তারের পর জানা যায় তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি , দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, গত ২৫ ডিসেম্বর ভোর রাতে সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট এলাকার ভোলা গাজি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকসা চুরি হয়। উক্ত ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে ইলিয়াসের সম্পৃক্ততা পাওয়া যায় পুলিশ। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য,তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।