বৃহস্পতিবার   এপ্রিল ৩ ২০২৫   ২০  চৈত্র  ১৪৩১


আওয়ামী লীগকে জাতির দুশমন আখ্যা, জাতির ঐক্য চান জামায়াত আমির

মোঃ আরাফাত আলী

Updated 24-Oct-21 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 1316
নওগাঁর নওজোয়ান মাঠে ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে ‘জুলুমবাজ’ দল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ দল আর নেই। তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং দেশকে মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশের মানুষ তাদের অত্যাচারের সামনে অসহায় ছিল। আওয়ামী লীগ বিচারের নামে প্রহসন করে জামায়াতের ১১ নেতা ও শত শত কর্মীকে হত্যা করেছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বিভক্ত জাতি দেখতে চায় না। যারা জাতিকে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করে বিভক্ত করতে চায়, তারা জাতির শত্রু। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোনো বৈরি শক্তি বা শত্রু শক্তি কখনো বিজয়ী হতে পারে না। তিনি আরও বলেন, আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতকে দেন, তারা সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।

এই রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহ-পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী, এবং আরও অন্যান্য নেতা-কর্মীরা।