রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত।

NiralaTv

Updated 20-Nov-22 /   |   Admin   Read : 903
রাজনৈতিক সংঘর্ষে আহত ।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু সহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ । মিটিং চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, মিটিং শেষ করে চা স্টলে সভাপতি গ্রুপ অবস্থান নিলে এমপির অনুসারী চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান ফরিদ ও হায়দার আলী মোল্লার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিমুখা গ্রামের প্রিন্স ওয়াজেদ, শামীম আল মামুন, শেখ নাছির, ভুক্তা গ্রামের শেখ শাহিন ভূইয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর সহ উভয় পক্ষের সাত জন আহত হয়েছে । ওয়াজেদ ও নাছির গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন । খোজ নিয়ে জানা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভুক্তা গ্রামের শেখ শাহীন ও বানিয়াপুর গ্রামের মোখলেছুর রহমান ফরিদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দুই জনের বিরোধ সংঘর্ষে রূপ নেয় । এ ছারা কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু ও সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারীর মধ্যে দীর্ঘদিন ধরেই দলিয় পদ-পদবি ও কালিহাতীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছে। প্রায়ই বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ বারবার উদ্যোগ নিয়েও দুই গ্রুপের মধ্যে সমঝোতা করতে পারে নাই। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে । এলাকায় এ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে । এলাকাবাসী এর আগে কখনো এ ধরনের সংঘর্ষে জরায়নি, এখন কেন এমন হচ্ছে এ প্রশ্ন করেন অনেকেই ।