রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


কালিহাতী উপজেলা কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক হিরো গ্রেফতার ।

NiralaTv

Updated 21-Sep-13 /   |   Admin   Read : 674
হিরো।

কালিহাতী উপজেলা কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক হিরো গ্রেফতার: 
কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, কালিহাতী উপজেলা কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক হিরো কে তার নিজ বাসভবন থেকে আজ রাত  বারোটায় গ্রেফতার করে নিয়ে যায় কালিহাতী থানা পুলিশ। গ্রেফতারের পর টাঙ্গাইল জেলা কোর্টে হাজির করা হলে জাবিন না মন্জুর করে জেল হাজতে পাঠানো হয়। খোজ নিয়ে জানা গেছে ২০১৮ সালের নির্বাচনের আগে নাশকতার অভিযোগে করা মামলায় ওয়ারেন্ট থাকাতে তাকে গ্রেফতার করা হয়।
কালিহাতী উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে গ্রেফতারের ঘটনায় খোপ প্রকাশ করে বলেন, একটি মিথ্যা বানোয়াট মামলায় তাকে হেনস্তা করা হচ্ছে । রাজনৈতিক ভাবে হিরো শক্তিশালী সংগঠক হওয়ায় তার প্রতিপক্ষ টার্গেট করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দাবিয়ে রাখতে চায় ।
এদিকে হিরো কে গ্রেফতার করায় কালিহাতী উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল প্রতিবাদ করে অনতিবিলম্বে মুক্তি দাবি করেন ।