সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

Admin user

Updated 20-Jan-15 / জাতীয় /   |   Admin   Read : 489
Paturia-Daulatdia ferry services resume

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম মনজুর মারা গেছেন। আজ সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, বার্ধক্যজনিত নানা রকম রোগে ভুগছিলেন বাবা। এই জন্য ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার দিবাগত রাতে সেখানেই তার মৃত্যু হয়। তিনি জানান, মরহুমের মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৯ সালে বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান ও শাহ মোয়াজ্জেম হোসেনসহ মনজুরকে জেলহত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তাদের গ্রেফতারের প্রতিবাদ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১০৯ জন সংসদ সদস্য। ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন আদালত এ অভিযোগ থেকে তাদের খালাস দেন। তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি ওসব নির্বাচনে জিততে পারেননি।