শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


ফকির লালন শাহ ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব- ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। আজ ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরগণ। কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল। কালজয়ী মহাসাধক লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে চাইলে চলে আসুন কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে বা যুক্ত হতে পারেন ঢাকার আয়োজনে। niralatv Sylhet reporter

MD SAD MIAH

Updated 25-Oct-17 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 32