সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লি: পটিয়া মেট্টো শাখায় মাসিক এজেন্টদের ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়
অদ্য শনিবার সকাল ১০টায় দেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান
"সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লি:"
পটিয়া মেট্টো শাখা-এর উদ্যোগে মাসিক এজেন্টদের ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া মেট্রো শাখা ইনচার্জ মোহাম্মদ আশিকুল মোস্তাফা তাইফু এবং সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার তৌহিদুল ইসলাম (তৌহিদ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লি: এর
এ জি এম মোহাম্মমদ মহিউদ্দিন (মহিম)
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দোহা জারী ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার আনোয়ার হোসাইন,
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সোনালী গ্রাহক আমান উল্লাহ আমিরী ও হাফেজ মাওলানা মোহাম্রমদ রফিক বিন হোসাইন।
সভায় বক্তারা বলেন বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, গ্রাহক সেবার মানোন্নয়ন, এবং বীমা পলিসি সেলস টিমের পারফরম্যান্স উন্নয়নের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
প্রধান অতিথি এ জি এম মহিউদ্দিন (মহিম)তাহার বক্তব্যে বলেন,
“বীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয় এটি একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎ নিরাপত্তা"
প্রতিটি এজেন্টের কাজ হবে বীমা পলিসি হল গ্রাহকের জীবনের শান্তি ও নিরাপত্তার বিষয়টি পৌঁছে দেওয়া।সভায় এজেন্টদের মধ্যে কর্মদক্ষতা মূল্যায়ন, আগামী মাসের বীমা কোম্পানি পলিসি বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং উদ্দীপনামূলক পরিকল্পনা উপস্থাপন করা হয়।অনুষ্টান শেষে সকলে বীমা খাতের সার্বিক উন্নয়ন ও সোনালী লাইফের অগ্রযাত্রা কামনা করে দোয়া করেন মাওলানা মোহাম্মদ রফিক বিন হোসেন।
সভাপতি: আশিকুল মোস্তাফা তাইফু
সঞ্চালক: তৌহিদ
স্থান: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লি: পটিয়া মেট্টো শাখা,