রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আইএসপিআর জানায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে বিমানবন্দরের টার্মিনালে হাজারো যাত্রী আটকে পড়েছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ফ্লাইট চালুর অপেক্ষায়।
অন্যদিকে, ঢাকার বিমানবন্দরে আগুন লাগার পর সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিকল্পভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।
আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।