শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


সিলেট-ঢাকা রেল রুটে আরও অন্তত ৩ সেট ট্রেন নামানো দরকার। এগুলো হবে নন স্টপ। চলবে সকাল, বিকাল এবং রাতে। আর যে ট্রেনগুলো এখন সার্ভিসে আছে, সেই পারাবত, উপবন, জয়ন্তিকা এবং কালনী এক্সপ্রেস চলবে এখনকার মত। অবশ্য যে হারে কয়েকটি স্টেশন বাড়ানোর দাবি উঠছে, তাতে মাধবপুর পর্যন্ত আরও দুয়েকটা স্টেশন বাড়ানো যেতেই পারে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ রুট সংস্কার করতে হবে। তাহলে সিলেট-ঢাকা রুটে ট্রেনের যে সংকট তা দূর হতে পারে।

MD SAD MIAH

Updated 25-Oct-14 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 32