টাঙ্গাইল জেলায় জেকে বসতে শুরু করেছে শীত। সকাল থেকেই ঠান্ডার তীব্রতা বেড়েই চলছে। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ছে দিনের আলো। আজ শনিবার কালিহাতীর পৌলিতে তাপমাত্রা নেমে আসছে বিশ ডিগ্রী সেলসিয়াসে।
গত দুই দিনের বৃষ্টির প্রভাবে ঠান্ডার প্রভাব সর্বত্র অনুভব হচ্ছে। গ্রামের মানুষ তাদের পুরনো নিয়মে কেউ আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে। মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীও শীতে কাবু। গত বছরের এ দিনের চেয়ে তাপমাত্রা চার/পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সরজমিনে দেখা যাচ্ছে হঠাৎ গরম কাপড় পড়ে লোকজনকে বাহিরে বের হতে দেখা যাচ্ছে। কিন্তু শীতের কারণে রাস্তাঘাটও বেশ ফাঁকা দেখা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক-
অন্তর