সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলে ছেলেহারা মায়ের আহাজারি.....

Admin user

Updated 23-Dec-09 /   |   Admin   Read : 224
ছেলেহারা মায়ের আহাজারি.....

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীর পুখুরিয়া ইছাপুর গ্রামের মোহাম্মদ নুরে আলম (১৮), পিতা- আনিছুর। গত কাল নুরে আলমের লাশ পাশ্ববর্তী চাকতা বিল থেকে স্থানীয়দের তথ্য মতে কালিহাতী থানার এসআই কামরুল ইসলাম লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এলাকাবাসীর সন্দেহ যে, তাকে পরকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিৎভাবে কিছু বলা যাচ্ছে না। আজকে সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকায় লাশটির জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তার বাড়িতে, এখন মা-বোনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। মায়ের ও এলাকাবাসীর দাবী সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিৎ করার দাবি জানায়।

ছবি ও তথ্য সংগ্রাহক-

অন্তর