বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে নেতা কর্মীদের মিলনমেলা করেছে। করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য বিধিমালা মেনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । কুয়েত বিএনপির নির্বাচিত সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম এর সঞ্চালনায় টেলিফোনে বক্তব্য রাখেন মধ্য প্রাচ্য বিএনপির সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আহম্মদ আলী মুকিব । উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি ও যুবদলের সাবেক সভাপতি সোয়েব আহম্মেদ, বিএনপির সিনিয়র নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, কুয়েত বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ মাঈন উদ্দিন, আল আমিন চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তাফা কামাল, কুয়েত যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাজাহান সবুজ, শ্রমিক দলের সভাপতি মমিন উল্লা পাটোয়ারি, সাধারণ সম্পাদক সেলিম খান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুল হাসান আলামিন, কুয়েত বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মী, প্রদেশ কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি গন। বক্তারা সকলেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন এবং দেশে কার্যকরী আন্দোলন গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন । দুপুরের খাবার পরিবেশন করে সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে সভা সমাপ্ত করেন।