শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া থানার সহযোগিতা বিদেশি পিস্তল সহ ২ জন আটক

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Oct-21 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 181
ছবি
ছবি

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে পুলিশের সহযোগিতায় বিদেশি পিস্তলসহ ২ জন কিশোর  গ্রেফতার,

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশনায় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২১ অক্টোবর ২০২৫ খ্রিঃ ১২.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রামের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভা এলাকার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে হোটেল নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে পাকা রাস্তার উপর পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মোটরসাইকেলে আরোহী দুইজন কে সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ১। সাইদুল ইসলাম ফয়সাল (২৫), পিতা- আবু সৈয়দ, মাতা- শাহীন আক্তার, সাং- এনায়েত বাজার, বাটালি রোড, বরফ গলি, আজিজ রহমানের বাড়ি, ২২ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম।২। মোঃ সালাউদ্দিন (৩৬), পিতা- মৃত ওজিউল্লাহ, মাতা- মৃত রাজিয়া খাতুন, গ্রাম- মুছাপুর, মালেক বাজার, ফলমান বাড়ি, ০২ নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।