বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত আয়োজিত ও বাংলাদেশ দূতাবাস কুয়েত এর পৃষ্ঠপোষকতায় "মুজিব বর্ষ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট -২০২০" এর ফাইনাল খেলা আজ জিলিব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। আঠার টি দল নিয়ে এই টুর্নামেন্টে আজ চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় "জিলিব নাইট রাইডার্স"খেলা শেষে এক অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সাফাহ আল-মোল্লা, সুরক্ষার মহাপরিচালক, ফারওয়ানিয়া গভর্নরেট অধিদপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ হুসেন সরখৌহ, ফারওয়ানিয়া গভর্ণরেটের পৌরসভা শাখার পরিচালক জনাব সাদ আল-খারিং, ফারওয়ানিয়ার গভর্নর পৌরসভার জেনারেল ক্লিনিং অ্যান্ড রোড ওয়ার্কস বিভাগের পরিচালক কর্নেল ইব্রাহিম আবদুর রাজ্জাক আল-দাই, জেলিব আল-শুইখের অধিনায়ক কর্নেল সোলিমান জাবের আল-সাদী, সাবাহ আল-নাসের এরিয়ার কমান্ডার, কাউন্সেলর আবদুল আজিজ জামাল আল-জনাহী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাছাড়া বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোর্শেদ এইচওসি, জনাব মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর (শ্রম), জনাব হাসান মনিরুল মহিউদ্দিন, দ্বিতীয় সচিব এবং বাংলাদেশ দূতাবাস, কুয়েতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়েতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খেলাটি উপভোগ করেন বাংলাদেশীরা ছারাও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক দর্শক ।