ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ডেনিস ইছাপুর সড়কের কাজের জন্য আনা ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের ৩ লক্ষ টাকার ভিটুমিন চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান,গভীর রাতে একটি বড় ট্রাক বোঝাই করে আনুমানিক ১২ জন লোকের একটি গ্রুপ এসে রাস্তা থেকে ভিটুমিনের ড্রামসহ উঠিয়ে নিয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জানান,এলজিইডি চলমান এই রাস্তার কাজে ব্যবহারিত ভিটুমিনের বর্তমান বাজার মূল্য ৩লক্ষ টাকা।