ফেনীর সোনাগাজীতে উপজেলা আ'লীগের সিনিয়র সহসভাপতি শেখ ইসমাইল হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধায় আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই -আগষ্ট হামলা মামলায় অভিযোগ রয়েছে। সে সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত জালাল আহাম্মদের পুত্র।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।