বৃহস্পতিবার   জানুয়ারী ৯ ২০২৫   ২৬  পৌষ  ১৪৩১


সোনাগাজীতে আড়কাইম সমাজ উন্নয়ন ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ। 

Shariful Islam

Updated 25-Jan-08 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 9

ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "আড়কাইম সমাজ উন্নয়ন ফাউন্ডেশন'র" আত্মপ্রকাশ হয়েছে।

 

সোমবার ফাউন্ডেশনের অস্থায়ী অফিসে পরামর্শ সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। এসময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে (২০২৫-২০২৬) সেশনের জন্য সভাপতি পদে আতিকুল ইসলামসাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলামকে মনোনিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যগন হলেন সামছুল আমিন (সিনিয়র সহ-সভাপতি), বিমল চন্দ্র সুত্রধর (সহসভাপতি), মাসুদ আহাম্মদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোঃ আবদুল্লাহ আল মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক), হাসান কবির রাসেল (সাংগঠনিক সম্পাদক), আমজাদ হোসেন পাটোয়ারী (সহ-সাংগঠনিক সম্পাদক), জহিরুল আলম চৌধুরী (অর্থ সম্পাদক), হাফেজ আবু তৈয়ব (ধর্ম বিষয়ক সম্পাদক), আশরাফুল ইসলাম (প্রচার সম্পাদক), আবদুর রহিম (শিক্ষা বিষয়ক সম্পাদক), মশিউর রহমান (ক্রীড়া সম্পাদক), সরওয়ার মাহমুদ (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মহি উদ্দিন সাকিব (দপ্তর সম্পাদক), আরিফুল ইসলাম (বিদেশ বিষয়ক সম্পাদক "সৌদিআরব") আবদুল মতিন বিদেশ (বিষয়ক সম্পাদক (ওমান), তারেকুল ইসলাম পলাশ (বিদেশ বিষয়ক সম্পাদক (পর্তুগাল), এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আবদুল আজিজ, মীর সাখাওয়াত হোসেন, জাফর উদ্দিন, মোজাম্মেল হক,জামাল উদ্দিন, নজরুল ইসলাম সোহাগ ও শিমুল চন্দ্র সুত্রধর কে মনোনিত করা হয়।

 

উপরোক্ত কমিটি আগামী দু'বছর সংগঠনটির কার্যকরী পরিষদের দায়িত্ব পালন করবেন।