বৃহস্পতিবার   জানুয়ারী ৯ ২০২৫   ২৬  পৌষ  ১৪৩১


জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফেনীর সন্তান ওমর ফারুক

Shariful Islam

Updated 25-Jan-09 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 53

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে জাতীয়তাবাদী ‘ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ’ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. ওমর ফারুক। গত মঙ্গলবার (৭জানুয়ারী) জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন (জনতা ব্যাংক) ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান (সোনালী ব্যাংক) স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। 

 

মো. ওমর ফারুক ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের ছিদ্দিক মাস্টার বাড়ির মরহুম ছিদ্দিক আহমেদ এর ছেলে।

 

মো. ওমর ফারুক ছাত্রজীবনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে তিনি ফেনীবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।