শুক্রবার   জানুয়ারী ১০ ২০২৫   ২৭  পৌষ  ১৪৩১


অনুমতি ছাড়া স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ।

Shariful Islam

Updated 25-Jan-10 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 28

স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি বা গোপনে নজরদারি করা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের আইনজীবী রীম ইব্রাহিম।

 

তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ড স্বামীর গোপনীয়তা ভঙ্গের শামিল এবং এর শাস্তি হিসেবে স্ত্রীকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে। এটি সাইবার অপরাধ দমন আইনের আওতায় আসে।

 

তবে আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওহাইবি এ বিষয়ে ভিন্নমত পোষণ করে বলেছেন, যদি স্ত্রী স্বামীর পিন নম্বর জানেন, তবে তার ফোনে প্রবেশ করা অপরাধ নয়।

 

এর আগে, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে এক স্ত্রী স্বামীর মোবাইল ফোনে নজরদারি করার অপরাধে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। ঘটনাটি স্বামীর গোপনীয়তা ভঙ্গের শামিল হিসেবে আদালত বিবেচনা করে।

 

গোপনীয়তা রক্ষায় সৌদি আরবে এ ধরনের আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।