সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ৩০  পৌষ  ১৪৩১


সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

Shariful Islam

Updated 25-Jan-11 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 32

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার (১০জানুয়ারী) বিকালে ছাড়াইত কান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নিজাম উদ্দিন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম টিপু, সোনাগাজী উপজেলা আমীর মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি এসএম বদরুদ্দোজা, আহম্মদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ করিম, ইসলামি ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা অফিস সম্পাদক শাহিনুর হোসাইন, ইসলামী ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি মোহাম্মদ নোবেল, সোনাগাজী সদর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আজিজুল হক, নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জিয়াউর রহমান, চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু ইউসুফ। কর্মী সম্মেলন শেষে বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সন্ধায় অংশগ্রহন করেন সোনাগাজী কালচারাল ফোরাম ও শিহরন শিল্পীগোষ্ঠীর সদস্যরা।