নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আবদুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক গবেষক এ এস এম সুজা উদ্দিন। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং মানুষের অধিকারের ভিত্তিতে।
তিনি বলেন, বহিশক্রুর চোখ আমাদের সীমান্ত অঞ্চলে এবং এই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মানুষ আন্তর্জাতিক সীমান্তের মানুষ তাদেরকে শুধু একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না। আগামী দিনে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে।
গবেষক এ এস এম সুজা উদ্দিন আরো বলেন, এটা কসমোপলিটন অঞ্চল। শুধু সরকার নয়, এই অঞ্চলের মানুষও অতন্দ্র প্রহরী। এখানে মানুষ অনেক কষ্ট করে। ঢাকার মানুষ এই অঞ্চলের মানুষের ভাষা বুঝে না,তাই এখানে এসে বুঝে আগামীর বান্দরবানের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী, শোয়াই বুল হাসান আরিফ, মোনতাসীর মাহমুদ আদনান, মুহাম্মদ সাইম উদ্দিন, একরামুল হক, সরওয়ার কামালসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও তাদের ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।