সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ২৯  পৌষ  ১৪৩১


ফেনীতে আটক হওয়া রোহিঙ্গাদের কক্সবাজারে ফেরত পাঠিয়েছে পুলিশ

Shariful Islam

Updated 25-Jan-12 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 27

ফেনীতে যাত্রীবাহী বাস থেকে আটক শিশুসহ সাত রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে পাঠিয়েছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে (শিবির) তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। 

 

আটক হওয়া রোহিঙ্গা শরণার্থীরা হলেন ইউনুছ মিয়া (৫০), সৈয়দ নুর (৩৫), মো. হোসেন মোবারক (৭), রশীদ আহমেদ (৪৫), সৈয়দুল আমিন (২২), রবি আলম (১৯) ও ওমর ফারুক (২৮)। তারা সবাই কক্সবাজারের কুতুপালং, বালুখালী ও টেংখালি শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

 

 পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে স্টার লাইন পরিবহনের বাসে ওঠেন তারা। পরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার একটি ইটভাটায় যাওয়ার উদ্দেশ্যে তারা গাড়িতে উঠলে পথে তাদের কথায় ও আচরণে ওই গাড়িতে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। একপর্যায়ে বাসের অন্য যাত্রীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চলন্ত বাসের কয়েক যাত্রীর সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরিস্থিতি বিবেচনায় বাসের অন্য যাত্রীদের অনুরোধে চালক রোহিঙ্গা শরণার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় না নামিয়ে ফেনীর দিকে নিয়ে আসেন। পরে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দাঁড়ায়। শুক্রবার রাত ১০টার দিকে বাসের যাত্রীরা সেনাবাহিনীর সদস্যদের কাছে তাদের তুলে দেয়। পরে তাদের ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

 

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।