সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ২৯  পৌষ  ১৪৩১


মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক সবজি বিক্রেতা নিহত

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-12 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 5

 

নওগাঁর মহাদেবপুরে মোটর সাইকেলের চাপায় মোজাফফর রহমান (৬০) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

 

রবিবার(১১ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউপির বাগডোবে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোজাফফর রহমান উপজেলার রামরায়পুর গ্রামের মকবুল হোসেন শাহের ছেলে ও পেশায় তিনি একজন সবজি বিক্রেতা ছিলেন।

 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন দুপুরে মোজাফফর রহমান সাইকেল যোগে সাজন (উপঢোকন) নিয়ে মেয়ের বাড়ি বাগডোব নিচ পাড়ায় যাচ্ছিলেন। পথিমেধ্যে ডিমজাওন ব্রীজের নিকট অসাবধানতাবসত রাস্তা পার হতে গেলে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, 'দুর্ঘটনার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।'