সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ৩০  পৌষ  ১৪৩১


বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত

Romjan Ali

Updated 25-Jan-13 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 3
বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 


বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নারী উমে প্রু মারমা রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

রুমেল তঞ্চঙ্গ্যা থানচি উপজেলায় জিপ গাড়ির চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমে প্রু মারমা বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে বাবার বাড়ি রোয়াংছড়ি -রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান, তিনি সকাল সাড়ে ৭টায় শুনেছেন ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারীকে  বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। হয়ত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে। কে বা কারা গুলি করেছে এলাকাবাসী নিশ্চিত নয় বলে জানান তিনি।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী স্থানীয়দের বরাতে নিশ্চিত করে  বলেন, একজন নারী  গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।