বুধবার   জানুয়ারী ১৫ ২০২৫   ২  মাঘ  ১৪৩১


বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

Romjan Ali

Updated 25-Jan-15 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 9
বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

 

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সেক্টর
সদর দপ্তর, বান্দরবান নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান সেক্টর অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা
ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময়ে
মানবিক জনসেবামূলক কাজের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বস্ত্র
বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সম্প্রীতি সুদৃঢ়করণে
বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে, যা বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
 ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ (মঙ্গলবার) সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ডার গার্ড
পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে সর্বমোট ১৫০টি শীতবস্ত্র
(কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল
মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর খন্দকার
মোর্শেদ জামানসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেজর খন্দকার মোর্শেদ জামান
অতিরিক্ত পরিচালক (অপারেশন)
বিজিবি, সেক্টর সদর দপ্তর, বান্দরবান