বান্দরবান এর কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, ‘অর্থের প্রতি আমার কোনো লোভ নেই, তবে মানুষের ভালোবাসার প্রতি লোভ রয়েছে। তাই এখান থেকে যাওয়ার সময় আমি অর্থ নয়, বান্দরবানবাসীর ভালোবাসা নিয়ে যাব।’
তিনি আরও জানিয়েছেন , ‘এ অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তি হচ্ছে পর্যটন। পর্যটন খাতের সম্প্রসারণে আরও বেশি গুরুত্ব দেওয়া হলে পাহাড়ি জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। আমি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করি এবং এর সুরক্ষা ও উন্নয়নে আমি কাজ করে যাব।’
এসময়, জেলা প্রশাসক বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকরা যদি আমার কোনো ভুলত্রুটি ধরিয়ে দেন, তবে আমি সেটি গ্রহণ করব এবং বান্দরবানের সমস্যাগুলো ও সম্ভাবনাগুলো খুঁজে বের করার জন্য আমি তাদের সহযোগিতা চাই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার (এনডিসি) আসিফ রায়হান, গণমাধ্যমকর্মী অধ্যাপক মো. ওসমান গনি, আমিনুল ইসলাম,মুসা ফারুকী, মিনারুল হক,এন এ জাকির, মিলন চক্রবর্তীসহ প্রমুখ।