"মার্চ ফর ফেলানী" কর্মসূচির অংশ হিসেবে মোঃ সারজিস আলম আজ নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাত করেছেন। দুপুর ১ টার দিকে তিনি নাগেশ্বরী পাঁচ তলা ভবনের সামনে (প্রধানী মার্কেট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজন করা এক সভায় যোগ দেন। এখানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীরা, যারা ফেলানী হত্যার বিচার দাবি করে এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে মোঃ সারজিস আলম ও তার সমর্থকরা একটি মিছিলের মাধ্যমে "মার্চ ফর ফেলানী" কর্মসূচি শুরু করেন। রামখানার দিকে গাড়ি যোগে রওনা হয়ে তারা শান্তিপূর্ণভাবে নাগেশ্বরী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা "ফেলানীর বিচার হোক", "মানবাধিকার লঙ্ঘন নয়", "সীমান্তে হত্যা নয়" স্লোগান তুলে তাদের দাবি জানান।
মোঃ সারজিস আলম বলেন, "আমরা আজ একত্রিত হয়ে ফেলানী হত্যার বিচার দাবি করছি। এটি শুধু ফেলানীর পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্য ন্যায়বিচারের দাবী। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো, যতদিন না পর্যন্ত ফেলানী হত্যার বিচার নিশ্চিত হয়।"
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্যরা। তারা একযোগভাবে ফেলানী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।