শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


আপত্তিকর ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজীর মামলার আরো ১ জন গ্রেফতার 

Shariful Islam

Updated 25-Jan-20 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 44

সোনাগাজী মডেল থানাধীন চর সাহাভিকারী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইলিং এর মামলার আরো একজন আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম ইব্রাহিম হোসেন হামিম। সে চর সাহাভিকারী গ্রামের মাইন উদ্দিনের ছেলে। 

স্থানীয় একটি বখাটে চক্র দীর্ঘ ২ বৎসর যাবত গৃহবধুকে ব্লেকমেইল করে আসছিল। তাদের ব্লেকমেইলের কারণে ইতোপূর্বে গৃহবধু তাকে ২০ হাজার টাকা দেয় এবং বিভিন্ন সময় সালিশ বৈঠক হয় তথাপি চক্রটি চাঁদাবাজি অব্যাহত রাখে। তাদের মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে গৃহবধূ ১ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ গত ০৫/০১/২০২৫খ্রিঃ তারিখ গৃহবধু তার শুশুর বাড়িতে আসলে আসামিরা সেখানে গিয়ে গৃহবধুর কাছে পূনরায় ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এই বিষয়ে গত ০৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ সালিশ মীমাংসার বৈঠক বসলে সেখানে গৃহবধু এবং তার বোন ও ২জন ভাতিজাকে উক্ত আসামী এবং তার ১০/১২ জন সহযোগী মিলে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ প্রেক্ষিতে গৃহবধু ১২জনকে আসামী করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। উক্ত মামলার ১ নং আসামী আবুল হোসেনকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছে এবং তার নিকট হইতে ১টি মোবাইল ফোন উদ্ধার করে যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে। 

আসামীকে উক্ত মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ বায়জীদ আকন।