গোপালপুরে কম্বল উপহার পেলেন সুবিধা বঞ্চিতরা
মো. মোস্তাফিজুর রহমান ফরহাদ, গোপালপুর (টাঙ্গাইল) থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর শহর শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত ১০০ জন মানুষকে উপহার ম্বরূপ কম্বল প্রদান করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষদের উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা সেক্রেটারী। বিশেষ অতিথি উপজেলা আমীর মো. হাবিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ, লাইট হাউজ ল্যাব. স্কুল, গোপালপুর। জামায়াত শহর শাখার সেক্রেটারি আব্দুল আলিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওবায়দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্নস্তরের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ।
উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার ম্বরূপ ১০০ টি কম্বল প্রদান করা হয়।