শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


সোনাগাজী শাহাপুরে ব্যবসায়ীকে অপহরণ 

Shariful Islam

Updated 25-Jan-21 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 46

সোনাগাজীতে শাহাপুরে ব্যবসায়ী জসিমকে অপহরণ, সোনাগাজীর সদর ইউনিয়নের শাহাপুর বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনকে ২০ জানুয়ারী সোমবার রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

সারা রাত খোঁজা খুজির পর ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে শাহাপুর নতুন আশ্রয় কেন্দ্র পাশের রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার চিকিৎসার জন্য ফেনী কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।