শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


ভোটার তালিকা হালনাগাদে যা যা লাগবে

Shariful Islam

Updated 25-Jan-22 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 86

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে ফেনী সদর উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ। সভায় সরকারী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, গত ২০ জানুয়ারী থেকে ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে। এসময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিটি বাড়িতে গিয়ে নতুন ভোটার ও মৃত ভোটার নিবন্ধন করবেন। হালনাগাদের জন্য সকলকে ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন, ছবি নাগরিকত্ব সনদ, বিদ্যুৎ বিলের কপি, পিতা মাতার আইডিকার্ডের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও পরিবারের অন্য সদস্যদের এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ বলেন, ফেনী সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও ফেনী পৌরসভার ২৮টি ওয়ার্ডে একযোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এজন্য ১৬৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩৩ জন সুপারভাইজার মাঠে নিয়োজিত রয়েছেন।