শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ছাগলনাইয়ায় কুপিয়ে ও দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে হত্যা

Shariful Islam

Updated 25-Jan-22 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 47

ছাগলনাইয়ায় মোহাম্মদ হানিফ (৩৫) নামে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফ করা হয়েছে। এর আগে সোমবার দিনগত রাত বারোটার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার একটি নালা থেকে পুলিশ লাশ ও দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে ভিকটিমের মোটরসাইকেল ও সেন্ডেল উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, লাশের দু’হাত শরীর থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ড্রেনে ফেলে দেয় খুনীরা। এছাড়া লাশের মাথা, মুখমন্ডল সহ বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। পূর্ব শত্রুতা বা মাদক ব্যবসার বিরোধের জেরে তাকে ডেকে নিয়ে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করছেন। নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কললিস্টের সূত্র ধরে ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে বলেও পুলিশ জানায়। নিহত হানিফের নামে বিশেষ ক্ষমতা আইন, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হানিফ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। প্রায় ১যুগ আগে ব্যক্তিগত বিরোধের জেরে প্রকাশ্যে স্থানীয় মনির মেম্বারের পুত্র দুলালের ১হাত কেটে ফেলে হানিফ। এর জেরে কয়েকদিন পর দুলাল ও তার লোকজন কুপিয়ে হানিফের হাতের আঙ্গুল কেটে ফেলে। দুলাল বর্তমানে চট্টগ্রামে ভিক্ষাবৃত্তির সাতে জড়িত বলে জানা গেছে।

নিহতের মা বালি বিয়া জানান, ওই গ্রামের আহমদ উল্যাহর পুত্র জুনা তার ছেলেকে সোমবার মাগরিবের আযানের সময় ফোনে ডেকে নিয়ে কুপিয়ে, হাত-পা কেটে হত্যা করেছে। হানিফের বন্ধু ফারুক ও রিয়াজ এর মাধ্যমে তার উপর হামলার খবর পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে এবং পুলিশকে খবর দেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হানিফ উত্তর ছয়ঘরিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার পুত্র।