রবিবার   অক্টোবর ২৬ ২০২৫   ১১  কার্তিক  ১৪৩২


৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল

MD. Sayem Uddin

Updated 25-Jan-23 /   |   স্টাফ রিপোর্টর   Read : 102
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার দিবাগত রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বুধবার মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।