রবিবার   এপ্রিল ১৩ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মঙ্গলকান্দি এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 

Shariful Islam

Updated 25-Jan-24 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 31

সোনাগাজীর মঙ্গলকান্দি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার রাতে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিশিষ্ট ইসলামী স্কলার আবদুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক ছিলেন আল মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মনোয়ার হুসাইন মোমিন, মিরসরাই মিনা বাজার কেন্দ্রীয় জামে জামে মসজিদের খতিব মাওলানা আবদুল লতিফ। 

ন্যাশনাল ব্যাংক ঢাকা হেড অফিসের এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহজাজান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াররম্যান দাউদুল ইসলাম মিনার, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, মঙ্গলকন্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোরশেদ আলম, মঙ্গলকন্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্লাহ চৌধুরী, যমুনা ব্রিক'র প্রোপ্রাইটর খুরশিদ আলম, রফিক এন্টারপ্রাইজের প্রোপাইটর রফিকুল ইসলাম চোকধন, ইয়াকুবিয়া জামে মসজিদের খতিব মোঃ হোসেন আহম্মদ। 

মাহফিলে প্রানবন্ত সুরে তেলোয়াত ও সঙ্গীত পরিবেশন করেন শিহরণ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। মাহফিলে হাজারো ধর্মপ্রান মুসলমান উপস্থিত থেকে তাফসীর শ্রবন করেন।