শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


সোনাগাজীর মুহুরি প্রজেক্টে স্ত্রী সহ ঘুরতে এসে ছিনতাইয়ের কবলে রেলওয়ে স্টেশন মাস্টার

Shariful Islam

Updated 25-Jan-24 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 30

ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্টে পর্যটন এলাকায় ইমাম উদ্দিন নামে রেলওয়ে স্টেশন মাষ্টার স্বস্ত্রীক ছিনতাইকারীর কবলে পড়েন।ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। 

গ্রেফতার কৃতরা হলেন, আশিক (৩০), জসিম উদ্দিন (২৮) ও মো: রনি (৩২)।

বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুর, শাহাপুর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ,অভিযোগ ও স্থানীয়রা জানায়, সাম্প্রতি সোনাগাজীর পর্যটন এলাকা মুহুরী প্রজেক্টে ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার ইন্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে গত ২১ জানুয়ারি মুহুরী প্রজেক্টের নতুন ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেল যোগে গুরতে গেলে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী আশিক মিয়াজি (৩০) শাহিন (৪৫) প্রকাশ জলহস্তি শাহিন, সুমন(৩২) ও মাইন উদ্দিন (৫৮) গংদের কবলে পড়েন। এ সময় স্টেশন মাষ্টার ইমামের সংঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয়। এবং তার স্ত্রীকে নিয়ে টানাটানি করে। এঅবস্থায় স্টেশন মাষ্টার ইমাম দ্রুত স্ব স্ত্রী ওই এলাকা ত্যাগ করেন।

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে গতকাল ইন্জিনিয়ার ইমাম উদ্দিন বাদী হয়ে আশিক, শাহিন,সুমন ও মাইন উদ্দিনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় ছিনতাই ও চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক এক নং আসামি আশিক মিয়াজিকে গ্রেফতার করে। এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও মো: রনি নামে আরো দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। 

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে জুলাই আগষ্টের পর থেকে স্থানীয় এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্যে সহ বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অত্যাচারে পর্যটন এলাকায় পর্যটকদের আগমন কমে গেছে। গত কয়েক দিন পূর্বেও একই ভাবে এক হিন্দু পর্যটকের টাকা পয়সা ও গলার চেইন চিনিয়ে নেয়। অনেকে মান সম্মানের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে যাননা। তারা পর্যটকদের বিভিন্ন রকম টেগ লাগিয়ে সময় ও জনশূন্য স্থান গুলোতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটায়।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ছিনতাই ও চাঁদাবাজির কারণে ইতিমধ্যে পর্যটকদের আগমন কমে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবী এসব সন্ত্রাসী ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। 

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ জানান, পর্যটন এলাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।