শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


সোনাগাজীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Shariful Islam

Updated 25-Jan-25 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 61

সোনাগাজী মডেল থানা পুলিশ অদ্য ইং- ২৫/০১/২০২৫ তারিখ দুপুর ১.৩০ মিনিটের সময় সোনাগাজী থানাধীন ০৫নং চর দরবেশ ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বের রাস্তার মোড় হইতে জিআর (সাজা) ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেন। সে জিআর-১৮/১৯ মামলার ০৬ মাসের সশ্রম কারাদন্ড তৎসহ ০১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী।   

আসামী হলেন----

১। আবদুল হালিম জিয়া, পিতা-আবুল কাশেম, সাং-চর সাহাভিকারী(সিরাজ ডাক্তারের বাড়ী), ০৫নং চর দরবেশ ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।

পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

উল্লেখ্য, ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, মহোদয়ের দিক নির্দেশনায়, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব তাসলিম হুসাইন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব মোঃ বায়েজীদ আকন মহোদয়ের এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মোঃ আনিছুর রহমান অভিযান পরিচালনা করেন।