শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


আগামী নির্বাচনে সব ইসলামী দলের যেন একটি ভোটবাক্সো হয়

Shariful Islam

Updated 25-Jan-25 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 43

বাংলাদেশের বেশিরভাগ মানুষ ই'সলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন ই'সলামী আ'ন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। 

তিনি জানান, আগামী নির্বাচনে যেন সব ই'সলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয় সে ব্যাপারে কাজ চলছে। সব ই'সলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ই'সলামী আ'ন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি। 

চরমোনাই পীর বলেন, ই'সলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ই'সলামের শা'সন দেখতে চায়। 

দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। 

চরমোনাই পীর আরও বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ই'সলামী আ'ন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।

এসময় বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করেছেন ই'সলামী আ'ন্দোলনের নেতারা। 

তারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।