বৃহস্পতিবার   মে ১ ২০২৫   ১৮  বৈশাখ  ১৪৩২


সোনাগাজীর মুহুরী প্রজেক্টে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

Shariful Islam

Updated 25-Jan-26 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 63

সোনাগাজীর পর্যটন স্পট মুহুরী প্রজেক্টে ইমাম উদ্দিন নামে রেলওয়ে স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে আটকে চাঁদা দাবি এবং ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জসিম উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

আজ শনিবার বিকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে দায় স্বীকার করে তিনি এ জবানবন্দি দেন। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে গত ২১ জানুয়ারি মুহুরী প্রজেক্টের নতুন ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেল যোগে ঘুরতে যান।

সড়কের ওপর স্ত্রী ও মোটরসাইকেল রেখে তিনি প্রস্রাব করতে যান। এসময় আশিক মিয়াজি, জসিম উদ্দিন ও নুরুন্নবী রনির নেতৃত্বে ৫-৬জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে জিম্মি করে মারধর করে। তাদের কছে থাকা দুটি মোবাইল, নগদ ৩৫ হাজর টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও একটি পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরৎ দেওয়ার বিনিময়ে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার ভোরে সোনাপুর ও শাহাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে সোনাগাজী সদর ইউনিয়নের চরশাহাপুর গ্রামের মৃত আবু আহমদের ছেলে জসিম উদ্দিন (২৮), নুরুজ্জামানের ছেলে মো. নুরুন্নবী রনি (৩০) ও সোনাপুর গ্রামের মৃত খায়েজ আহমদের ছেলে রহিমুল্লাহ আশিক নিয়াজী (৩৩) কে গ্রেফতার করেন।

জসিম উদ্দিনের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।