শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Shariful Islam

Updated 25-Jan-26 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 59

ফেনীর সোনাগাজীতে কৃষকদলের সভা শেষে বাড়ি ফেরার পথে তিন যুবদল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন।

আহতরা হলেন- চরদরবেশ ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার জামাল উদ্দিন খোকন (৩৪), মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩) ও মোহাম্মদ রুবেল (৪০)। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কৃষকদলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন আহত হন। গুরুতর আহত জামাল উদ্দিন খোকনকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জামাল উদ্দিন বলেন, সভা থেকে আমরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎ করে ভোলন ডাকাত, ইসরাফিল ডাকাতসহ ১৫-২০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। মাদক কারবার ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাদের আক্রমণ করেছে।

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন এ ঘটনাকে পূর্বপরিকল্পিত আক্রমণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা হয়েছে। এটি কোনো রাজনৈতিক হামলা নয়।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।