শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


সোনাগাজীতে রাস্তা তৈরীতে অনিয়ম, নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করছেন ঠিকাদার।

Shariful Islam

Updated 25-Jan-26 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 55

সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাড়াইত কান্দি ( জি,পি,এস) সরকারি প্রাইমারি স্কুল সড়কে নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়কের কাজ করছেন ফেনীর ঠিকাদার সবুজ। উক্ত কাজ তদারকি করছেন সাব ঠিকাদার বাদশা। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কে নিম্নমানের কাজ করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। গার্ডওয়ালের পিলার ছোট হওয়ায় পিলারে ইটের খোয়া দিয়ে জোয়া দেওয়া হয়েছে। 

এছাড়াও, আমিরাবাদ ইউনিয়নের সাহেবের হাট খালপাড় সড়ক এবং চরচান্দিয়া ইউনিয়নের ভূইয়া বাজার এর পশ্চিম পাশে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করেছেন ফেনীর ঠিকাদার সবুজ। চরচান্দিয়া এলাকায় মানহীন ইটের খোয়া দিয়ে কাজ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন সড়কের কাজও বন্ধ ছিলো। 

এলাকাবাসীর প্রবল বিরোধিতার কারণে দীর্ঘদিন সড়কের কাজ বন্ধ হয়ে যায়। সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দিতে জিপিএস সড়কের কাজও কিছু দিন বন্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগ ফেনীর ঠিকাদার সবুজ এর যে কয়টি কাজ সোনাগাজীতে চলমান রয়েছে সব কাজগুলোতে অনিয়ম রয়েছে।