শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: ফেনীর যুবলীগ নেতা ইফতেখারুল আলম গ্রেফতার

Shariful Islam

Updated 25-Jan-27 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 46

ফেনীর ছাগলনাইয়া থানার এজাহারভূক্ত পলাতক আসামি যুবলীগ নেতা ইফতেখারুল আলম ওরফে শাহীন আলম পাটোয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার সবুজবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ইফতেখার আলম ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং ফেনীর লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে।

র‌্যাব-৭ জানায়, পলাতক আসামি ইফতেখার আলম ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছিলেন বলে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। গ্রেফতার এড়াতে তিনি নিজ এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

ফেনী র‌্যাবের কোম্পানি অধিনায়ক সাদেকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারের পর তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।