শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


কুষ্টিয়ায় হত্যার পর শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ ফেলে রাখা হয় পুকুরে

MD. Sayem Uddin

Updated 25-Jan-28 /   |   স্টাফ রিপোর্টর   Read : 53
কুষ্টিয়া মিরপুরে আজ সকালে এক নির্মাণশ্রমিকের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামের একটি শুকিয়ে যাওয়া পুকুরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

নিহত ব্যক্তির নাম মঈন উদ্দীন (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন, আজ সকাল ৮টার দিকে শুকিয়ে যাওয়া একটি পুকুরে মরদেহটি দেখতে পান কয়েকজন। কাছে গিয়ে মরদেহটির মাথায় এলোপাতাড়ি আঘাতের চিহ্ন দেখা যায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঈন গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা। কেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা কেউ বলতে পারছে না।

মঈনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা শাখা কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।